About Me



অনেকেই যা বলে আমি হয়ত তা নই, আমি আমার নিজের কাছে এক নিভৃতচারী মানুষ। আমি খুব পজেটিভ। যা আমাকে পোড়ায় তা নিয়ে মাঝে-সাঝে লিখি।আমি পুরোপুরি একজন অতি সাধারন মানুষ ।আমি যা আমি তাই ই । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী.........মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই। আসলেই আমার মাঝে কোন কষ্ট নেই। পৃথিবীতে যদি স্বল্প সংখ্যক কিছু সুখি মানুষ থাকে আমি তাদের মধ্যে একজন। সেটা পরিবার, সমাজ বা কর্মক্ষেত্রে। সর্বত্র আমার সুখের বিচরণ।আল্লাহ আমার বেহেশত; আমার মা-বাবাকে বাঁচিয়ে রেখেছেন । তাছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাস্তা থেকে তুলে এনে সমাজে প্রতিষ্ঠা করেছেন। দিয়েছেন অযুত সম্মাণ।এরপরও অকৃতজ্ঞের মতো আমার বলার অধিকার নেই যে আমার মাঝে কষ্ট আছে।আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লাখো-কোটি শুকরিয়া আদায় করি আমাকে এতো সুন্দর একটা জীবন দান করার জন্য।
About Me About Me Reviewed by TechMan on 5:50 PM Rating: 5
Powered by Blogger.