টাকা বাড়লে শুধু অভাবটাই বাড়ে, সুখ বাড়েনা

এটাই বাস্তব সত্য....
---------------------------------------------------------------------------------

স্ক্রিপ্ট ১ :-
তিন তারা হোটেলে ৪০,০০০/- টাকা খরচ করে পার্টি দিয়েও লজ্জ্বায় বন্ধুদের সামনে যেতে পারছে না ধনী বাবার একমাত্র ছেলেটা। আর মাত্র ২০,০০০/- টাকা থাকলেই সে পাঁচতারা হোটেলে যেতে পারতো এবং পার্টিটা আরও জম্পেস হতো।আজ তার মতো অসুখী এই দুনিয়ায় কেউ নাই।
স্ক্রিপ্ট ২ :-
অনেকদিন পর রিকশাচালক মজিদ ভাই আজ ১০০/- টাকায় মাছ কিনেছেন। আজ তিনি মজা করে খেলেন পরিবারকে নিয়ে।আর তৃপ্তির ঢেকুর তুলে বললেন, "আহ.... আল্লাহ খাওয়াইছে ।"
স্ক্রিপ্ট ৩ :-
গ্রাম থেকে আসা গরির ঘরের ছেলেটা ব্যাচেলর থাকে শহরে। রাতে মনে মনে পরিকল্পনা করে ২০ টাকা দিয়ে একপ্লেট ডাল-ভাত খাবে সে। কিন্তু.... পকেটে হাত দিয়ে দেখে ১০ টাকা আছে। ১০ টাকা দিয়ে অল্প চিড়া আর চিনি নিল সে। তা তৃপ্তি নিয়ে খেয়েই ঘুমাতে গেল।মনে মনে ভাবল ভাগ্যিস ১০ টাকার নোটটা ছিল !
স্ক্রিপ্ট ৪ :-
রাতে রেললাইনের পাশে যে ছেলেটা ঘুমায় সে মনে মনে বলল, "তার কাছে থাকা ০২ টাকা দিয়ে আজ রাতে সে একপিস কেক কিনে খেয়ে ঘুমাবে।"কিন্তু দোকানে গিয়ে দেখে ০১টাকার একটা কয়েন কোথায় যেন পড়ে গেছে। মন খারাপ না করে সে বাকী ০১ টাকা দিয়ে একটা বিস্কুট কিনল । সেটা খেয়ে পেট ভরে পানি পান করল। তারপর হাসি মুখে বলল... "যাউকগা....পেটটা ভরছে।"
কিছুকথা জেনে রাখা ভালো ....
১ টাকা দিয়েও কিন্তু সুখ কেনা যায়। তবে সুখটা টাকার পরিমানের উপর নির্ভর করে না, নির্ভর করে নিজের আত্মতৃপ্তির উপর।


Reviewed by Ariful on 11:50 AM Rating: 5

No comments:

Powered by Blogger.